সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পাওয়ায় এবার স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ পড়ুয়ারা। পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মফস্বল থানা এলাকার আরকেটিএম হাইস্কুলে।


চলতি বছরে এই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন ১৮৬ জন। পড়ুয়াদের অভিযোগ, গত বছর একাদশ পরীক্ষায় কম নম্বর দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। সেই নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকেও কম নম্বর পান তাঁরা। স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই  কথা জানালেও তিনি কোনও সহযোগিতা করছেন না বলে অভিযোগ। এরপরই প্রতিবাদে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। আজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্কুলের অফিস রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ফলে প্রধান শিক্ষক সহ বেশ কয়েকজন শিক্ষক স্কুলের রুমের ভেতরই আটকে পড়েন। পাশাপাশি বিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।


পড়ুয়াদের দাবি, "উচ্চ মাধ্যমিকে নম্বর বাড়ানোর ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে।" পরে স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ গিয়ে আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন ছাত্রছাত্রীরা । তালা খোলা হয় বিদ্যালয়ের।  এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দেবীদাস মুখোপাধ্যায় বলেন, "বোর্ডের নির্দেশ ছাত্র-ছাত্রীদের জানানো হয়েছে। সেই মতো আগামী ২৯ তারিখ তাঁদের আবেদন করতে বলা হয়েছে। সেই আবেদন উচ্চশিক্ষা সংসদে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি একাদশ শ্রেণীর পরীক্ষায় কম সময় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।"


প্রসঙ্গত, কলকাতা থেকে বিভিন্ন জেলায়, ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অসন্তোষ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। শনিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে জানাতে হবে প্রধান শিক্ষকদের। এর পাশাপাশি গতকাল আরও একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারা জানায়, ২৯ জুলাই থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হব স্কুলগুলিকে। সংশ্লিষ্ট স্কুলের প্রধানদের সঙ্গে ৩০ জুলাই যোগাযোগ করতে বলা হয়েছে অসন্তুষ্ট ছাত্রছাত্রীদের।