ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে ঝামেলা, বন্ধুকে খুন করল ১২ বছরের ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2017 02:04 PM (IST)
উস্তি: ঘুড়ি ওড়ানোকে কেন্দ্র করে ঝামেলার জের। বন্ধুকে খুনের অভিযোগ ১২ বছরের কিশোরের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তির মগরাহাটে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্রেফ ঘুড়ি ওড়ানোর সময় ২ কিশোরের ঝগড়া....আর সেটাই কেড়ে নিল প্রাণ....ফের বন্ধুর হাতে উঠল বন্ধু খুনের অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, ঘুড়ি ওড়ানোর সময়, প্রণবের সুতো লেগে বন্ধুর ঘুড়ি কেটে যায়। রেগে গিয়ে প্রণবের মাথায় লাটাই দিয়ে আঘাত করে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে প্রণব। অভিযোগ, সংজ্ঞাহীন প্রণবকে মাঠের লাগোয়া পুকুরে ফেলে দেয় ওই কিশোর। সন্ধেয় প্রণবের খোঁজে গ্রামজুড়ে শুরু হয় তল্লাশি। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত কিশোরকে চাপ দিতেই ধীরে ধীরে সব তথ্য বেরিয়ে আসে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রুজু হয়েছে খুনের মামলা। দীপাবলির মুখে এমন কাণ্ডে গোটা এলাকায় শোকের ছায়া।