গুসকরা স্টেশনের রেল অবরোধ উঠে গেল, দেরিতে চলছে বহু ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2017 10:11 AM (IST)
গুসকরা: সঠিক সময়ে ট্রেন চালানোর দাবিতে বর্ধমান-রামপুরহাট শাখার গুসকরা স্টেশনে নিত্যযাত্রীদের একাংশ রেল অবরোধ করে আজ সকালে। গুসকরা স্টেশনে আটকে যায় ডাউন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার, আপ গণদেবতা এক্সপ্রেস। যাত্রীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই দেরিতে চলছে লোকাল ট্রেন ও বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার। এর প্রতিবাদে গুসকরা স্টেশনে আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় অবরোধ। ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। আপাতত অবরোধ উঠে গেছে। শুরু হয়েছে ট্রেন চলাচল।