সাঁতরাগাছিতে ট্রেন অবরোধ, ব্যাহত দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল, দুর্ভোগ যাত্রীদের
ABP Ananda, web desk | 25 Jan 2017 11:40 AM (IST)
হাওড়া: সাঁতরাগাছি ব্রিজের কাছে রেল অবরোধ।ব্যাহত দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। সকাল সোয়া দশটা থেকে শুরু হয় অবরোধ।স্থানীয় বিধায়ক জটু লাহিড়ির নেতৃত্বে অবরোধ।হাজির ছিলেন হাওড়া পুরসভার তৃণমূলের ৬-৭ স্থানীয় কাউন্সিলরও।ছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। অবরোধকারীদের অভিযোগ, রেলের লাইন সম্প্রসারণে ব্যাহত নিকাশি ব্যবস্থা। কাউকে না জানিয়ে সম্প্রসারণে হাত দিয়েছে রেল। এরই প্রতিবাদে রেল অবরোধ করা হয়।চূড়ান্ত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। দেড় ঘন্টা পর রেলের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।