কলকাতা: উৎসবের মরসুমে ভিলেন বৃষ্টি। এবার ভাইফোঁটাতেও বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ওড়িশা উপকূলে অতিক্রম করে ক্রমশ উত্তর দিকে সরছে। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় দফায় দফায় বৃষ্টি।  আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর রাজ্যজুড়ে বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।
ভারী বৃষ্টিতে শহরে ফের জল-যন্ত্রণা। দমদম, পাতিপুকুর ও উল্টোডাঙা আন্ডারপাসে জল দাঁড়িয়ে গেছে। জল জমে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গাঁধী রোডেও। ধীর গতিতে যান চলাচল।