বঙ্গোপসাগরে নিম্নচাপ, কালীপুজোর সকালে দফায় দফায় বৃষ্টি, চলতে পারে আগামীকালও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2017 06:49 PM (IST)
কলকাতা: আলোর উত্সবেও ‘ভিলেন’ বৃষ্টি! বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় কালীপুজোর সকালে বৃষ্টিরূপী অসুরের ভ্রুকূটি। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয় শহরে। দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও বৃষ্টি হয়। কলকাতা-সহ উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। ধীরে ধীরে ওড়িশার উপকূলের দিকে সরে আসবে এই নিম্নচাপ। তাই দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টি হবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে। তবে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টি হলেও মানুষের উত্সাহে ভাটা পড়েনি। মণ্ডপ থেকে মন্দিরে সকাল থেকেই ভিড় দর্শনার্থীদের।