কলকাতা: বছরের প্রথম বৃষ্টিতে ভিজল কলকাতা। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা বৃষ্টি ক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। এর জেরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দোল পর্যন্ত থাকতে পারে এমন আবহাওয়া।
আবহাওয়া দফতর বলছে, জোড়া ঘূর্ণাবর্তের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঢুকছে উষ্ণ-আর্দ্র বাতাস। তৈরি হচ্ছে ব্রর্জগর্ভ মেঘ। যার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দোল পর্যন্ত এমনই আবহাওয়ার থাকতে পারে।
এদিকে, বছরের প্রথম বৃষ্টিতেই শহরের একাংশে যানজটে নাকাল হতে হল নিত্যযাত্রীদের। প্রবল বৃষ্টিতে দক্ষিণের শরৎ বোস রোড থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউ, এজেসি বোস রোড, স্ট্র্যান্ড রোড-- মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যাওয়ার বহু গুরুত্বপূর্ণ রাস্তা তখন কার্যত অবরুদ্ধ।
প্রবল বৃষ্টিতে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তাগুলির একাংশে জল জমে যায়। সেই সঙ্গে দেখা যায় তীব্র যানজট। গতি হারায় গণ পরিবহণ। ভোগান্তি পোয়াতে হয় সাধারণ মানুষকে। শ্লথ গতিতে যান চলাচলের গতি শ্লথ হয়ে পড়ে। দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের।
বৃষ্টির জেরে হাওড়া যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাও তখন যানজটে রুদ্ধ। প্রবল বৃষ্টির জেরে হাওড়ার বেলিলিয়াস রোড, হাওড়া ময়দান, সালকিয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, দোল পর্যন্ত এমনই আবহাওয়ার পূর্বাভাস
Web Desk, ABP Ananda
Updated at:
08 Mar 2017 08:45 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -