স্বস্তির বৃষ্টি কলকাতা, দক্ষিণবঙ্গে
Web Desk, ABP Ananda | 01 Apr 2018 09:18 PM (IST)
কলকাতা: অবশেষে স্বস্তির বৃষ্টি। ভিজল কলকাতা থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝড়ও হয়েছে বিভিন্ন জায়গায়। মাঝ চৈত্রেই কার্যত আগুন ঝরাচ্ছে সূর্য। রাস্তায় বেরোলেই ঘেমে নেয়ে একশা। শেষপর্যন্ত রবিবাসরীয় আকাশে কালো মেঘের আনাগোনা। প্রথমে ঝোড়ো বাতাস, তারপর প্রাণ জুড়িয়ে দেওয়া বৃষ্টি! আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার খেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। যার প্রভাবে জলীয় বাষ্প ঢুকেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তার জেরেই বৃষ্টি! বৃষ্টি হয়েছে একাধিক জেলাতেও। বীরভূম, দুর্গাপুর শিল্পাঞ্চল, ঝাড়গ্রাম থেকে শুরু করে ঝড়বৃষ্টি হয়েছে বাঁকুড়া, বর্ধমানেও। বৃষ্টি হল। স্বস্তি ফিরল। তবে তার স্থায়ীত্ব কতটুকু তা স্পষ্ট নয়। কেন না আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, সোমবার, সপ্তাহের প্রথম দিন আকাশ থাকবে পরিষ্কার!