ভাঙড়ে শান্তিরক্ষায় মিছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Dec 2017 01:05 PM (IST)
ভাঙড়: ভাঙড়ে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুপুর ২টো থেকে শুরু হবে মিছিল। মিছিল শুরু হবে কাশীপুর থানার সামনে থেকে, যাবে অনন্তপুর পর্যন্ত। পাশাপাশি এলাকার উন্নয়নে গীতাঞ্জলি আবাসন প্রকল্প, রাস্তাঘাটের উন্নয়ন সহ বিভিন্ন কর্মসূচি নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড়ে বিদ্যুৎ প্রকল্প ঘিরে চলা অশান্তি বন্ধ করতে গতকাল নবান্নে শোভন চট্টোপাধ্যায়, রেজ্জাক মোল্লা সহ এলাকার বেশ কয়েকজন নেতাকে নিয়ে বৈঠক করেন মমতা। পাওয়ার গ্রিডের হাইটেনশন লাইন যে সব জমির ওপর দিয়ে যাবে, সে সব জমির মালিককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানা গিয়েছে।