দার্জিলিঙ: ধর্ষণে দোষী সাব্যস্ত ৫ কোটি ভক্তের ‘বাবা’ রাম রহিম সিংহের বং কানেকশন!


একসময় স্বঘোষিত এই ধর্মগুরুর নজর পড়েছিল পাহাড়ের রানির দিকেও! দার্জিলিঙের ডালিবকসিজোড়ায় বিশাল এলাকাজুড়ে মাথা তুলছিল ‘ডেরা’ প্রধানের ডেরা’!

সালটা ২০০৮। পাহাড়ে আবির্ভাব ঘটে ডেরা সচা সওদার প্রধান রাম রহিম সিংহের। ৫ কোটি ভক্তের বাবা ঘাঁটি গাড়েন দার্জিলিঙের এক পাঁচতারা হোটেলে। তাঁর বিলাসবহুল জীবনযাত্রা, বিদেশি গাড়ির কনভয়, ভক্তদের ভিড় দেখে সমীহ করতে শুরু করেন নিরীহ পাহাড়বাসী।

তবে স্বঘোষিত ধর্মগুরুর তীব্র নারী আসক্তি কারও নজর এড়ায়নি। আর সেটাই হয় কাল। ২০১২-র জুন মাসের শুরুতেই রাম রহিমের বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামে নারী মোর্চা। রাম রহিমকে পাহাড়ছাড়া করতে জেলা প্রশাসনকে হুঁশিয়ারিও দেয় তারা। ২০১২-র ৬ জুন সবার নজর এড়িয়ে পাহাড় ছাড়েন রাম রহিম।

বাবা পাহাড়ছাড়া হলেও, ততদিনে দুই একরেরও বেশি জমির ওপর মাথা তুলেছে তাঁর আশ্রম। ডালিবকসিজোড়ার সে আশ্রমে এখনও দেখা মেলে ডেরা-ভক্তদের! ধর্ষণে দোষী সাব্যস্ত বাবার প্রতি তাঁদের এখনও অগাধ আস্থা।

রাম রহিম সিংহ ধর্ষণে দোষী সাব্যস্ত হওয়ার পর হরিয়ানা ও পঞ্জাবে যেভাবে তাঁর ভক্তরা অশান্তি ছড়ায়, তার প্রভাব পড়েছে ট্রেন চলাচলে। শনি ও রবিবার মিলিয়ে কলকাতা, হাওড়া, ও শিলায়দা থেকে বাতিল হয়েছে উত্তরভারতগামী বেশ কয়েকটি ট্রেন। সময় বদল হয়েছে একাধিক ট্রেনের।