কলকাতা: এম আর বাঙুরের পর এবার জোকা ইএসআই হাসপাতাল। ১৩ বছরের কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ধুন্ধুমার। মৃতের আত্মীয়দের বিরুদ্ধে জরুরি বিভাগ ও আইসিইউতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ। ভাঙচুরের জেরে আতঙ্কিত রোগীরা আইসিইউ থেকে পালিয়ে যান বলে দাবি হাসপাতালের নিরাপত্তারক্ষীদের। জ্বর হওয়ায় বিবেক সরকার নামে ওই কিশোরকে শুক্রবার ও গতকাল আত্মীয়রা হাসপাতালে নিয়ে আসেন। অভিযোগ, দু’দিনই ভর্তি না নিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। আজ সকালে শ্বাসকষ্ট হওয়ায় আবার হাসপাতালে নিয়ে এলে ওই কিশোরের মৃত্যু হয়। এর পরই ক্ষুব্ধ আত্মীয়রা ভাঙচুর শুরু করেন। হাসপাতালে তরফে রোগীকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা করা হয়েছিল বলে দাবি সুপার এস কে চৌধুরীর।