নদিয়া: প্রকাশ্যে মদ্যপান ও কটূক্তির প্রতিবাদের জেরে ফের নদিয়ায় আক্রান্ত প্রতিবাদীরা।
রেহাই পেল না মায়ের কোলে থাকা দু’বছরের শিশুও। যদিও এখনও অধরা হামলাকারীরা। হোগলবেড়িয়ায় প্রতিবাদী বৃদ্ধ খুনের ঘটনায় ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজত।
কৃষ্ণনগরের রাধানগরের বাসিন্দা এই পরিবারের দাবি, বেশকিছুদিন ধরেই বহিরাগত কয়েকজন যুবক পাড়ায় ঢুকে দৌরাত্ম্য চালাচ্ছিল। মদ, গাঁজা খেয়ে স্থানীয় মহিলাদের কটূক্তি করত তারা।
শনিবার প্রতিবাদ করে এই পরিবার। তারই মাসুল গুণতে হয় রাতে!অভিযোগ, দুষ্কৃতীরা ওই বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির মহিলা ও বয়স্ক লোকদের বেধড়ক মারধর করা হয়।
সেই সময় মায়ের কোলে ছিল দুধের এই শিশু। ছোট্ট এই প্রাণকেও ছাড়েনি উন্মত্ত দুষ্কৃতীরা! লাঠির ঘায়ে মাথা ফাটে দুধের এই শিশুর!
রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। যদিও এখনও ধরা পড়েনি হামলাকারী দুষ্কৃতীরা। আক্রান্ত দুই গৃহবধূ শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
শনিবার ঠিক একই রকম ঘটনার সাক্ষী হয় হোগলবেড়িয়া। প্রকাশ্যে মদ্যপান ও নাতনিকে কটূক্তির প্রতিবাদে রুখে দাঁড়ানোয় খুন হতে হয় সত্তর বছরের তমশের মণ্ডলকে। অভিযোগ, গাড়ির চাকায় তাঁকে পিষে মেরেছিলেন মূল অভিযুক্ত টিঙ্কু মণ্ডল। ধৃত এই গাড়িচালকের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তেহট্ট মহকুমা আদালত।
প্রকাশ্যে মদ্যপান ও কটূক্তির প্রতিবাদ, নদিয়ায় আক্রান্ত প্রতিবাদীরা, লাঠির ঘায়ে মাথা ফাটল দু’বছরের শিশুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2016 02:11 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -