নদিয়া: কোনওভাবেই মনোনয়ন প্রত্যাহার করানো যায়নি। এই 'অপরাধে' নদিয়ার শান্তিপুর ব্লকের ঘোড়ালিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোলপাড়ায় এক ঘরছাড়া বিজেপি প্রার্থীর ৬ মাসের অন্তঃসত্ত্বা জাকে শারীরিকভাবে নিগ্রহ করল দুষ্কৃতীরা। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজেপির অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন তাদের একাধিক প্রার্থী। অভিযোগ, প্রার্থীদের না পেয়ে তাঁদের বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে বিজেপির এক মহিলা প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর অন্তঃসত্ত্বা জাকে শারীরিক নিগ্রহ করে তারা।
আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতাকে প্রথমে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ও পরে কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর বাড়ি, চলেছে লুঠপাটও। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। দাবি করেছেন, পারিবারিক বিষয়টিতে রাজনীতির রং চড়ানো হচ্ছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রাজি হননি মনোনয়ন প্রত্যাহারে, বিজেপি প্রার্থীর অন্তঃসত্ত্বা আত্মীয়কে শারীরিক নিগ্রহ, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ABP Ananda, Web Desk
Updated at:
30 Apr 2018 09:12 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -