হুগলি: রিষড়ার বিধান চন্দ্র কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের জিএস-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন নিগৃহীতা মহিলা পদাধিকারী! তাঁর দাবি, ভুয়ো রসিদ দিয়ে টাকা নয়ছয় করা থেকে শুরু করে কুপ্রস্তা-- সবই করতেন অভিযুক্ত ছাত্র নেতা শাহিদ হাসান খান।
ওই নেত্রী জানান, যা খুশি তাই করলেও কিছু বলা যেত না। প্রতিবাদ করলেই তাঁকে বার বার হেনস্থা, শারীরিক-মানসিক নিগ্রহের শিকার হতে হয়েছে। তিনি বলেন, আমি দেখেছি, স্পোটস, ফাংশনের জন্য টাকা নিত। কিন্তু জাল বিল করে টিআইসির কাছে জমা দিত। স্পোর্টস হয়ে গেল, জাল বিল জমা দিয়েছে। নিজেকে অনেস্ট প্রমাণ করার চেষ্টা করত। প্রতিবাদ করায় আমাকে ধমকি দিত। বললে বলত, আমার বাবা জাহিদ খান। গুণ্ডা পাঠিয়ে খুন করে দেব। চাইলে কলেজে ঢুকতে দেব না।

শুধু টাকা নয়ছয় নয়! জিএসের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ করেছেন এই টিএমসিপি নেত্রী! তিনি বলেন, আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। যে ছাত্র সংসদের তিনি পদাধিকারী, সেই সংসদের অফিসেই জিএসের হাতে আক্রান্ত হওয়ায় আতঙ্কে কার্যত গৃহবন্দি অবস্থায় বাড়িতে দিন কাটছে এই ছাত্রীর! এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার অনুরোধ যেন ওর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিটি প্রতিষ্ঠাবার্ষিকী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বার্তা দেন, ছাত্ররা সমাজ গড়ার কারিগর, তাঁদের সেই কাজই করতে হবে। বলেছিলেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, তখন আপনাকে দেখে লোকে যেন বলে আপনি তৃণমূলের ছাত্রনেতা। কিন্তু, বাস্তবে পরিস্থিতির যে কোনও পরিবর্তন হয়নি, তার প্রমাণ দিল তৃণমূল ছাত্র পরিষদের নেতার কীর্তি।
শাহিদের বিরুদ্ধে অভিযোগ, বাবা তৃণমূল পরিচালিত রিষড়া পুরসভার উপ-পুরপ্রধান জাহিদ খানের প্রভাবেই কলেজে কার্যত মৌরসি পাট্টা চালাতেন জিএস ছেলে! ছাত্র সংসদের টাকা নয়ছয় করতেন! কেউ প্রতিবাদ করলে মুখ বন্ধের চেষ্টা হত!

অভিযোগকারিণী বলেন, শাহিদ বলত, জিএসই সব। বলত আমি কলেজের বাপ। কেউ কিচ্ছু করতে পারবে না। বলত, আমার বাবা ভাইস চেয়ারম্যান। কিছু বললে বলত, আমার বাবা জাহিদ খান। গুণ্ডা পাঠিয়ে খুন করিয়ে দেব। আজ সকালে বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।
এদিকে, এই ঘটনা প্রকাশের নপথ্যে ইন্ধন আছে বলে দাবি করলেন শাহিদ। তাঁর দাবি, ৪ তারিখের ঘটনা কেন এতদিন পর এল? কেউ পিছনে ইন্ধন দিয়েছে। জোর করে করানো হয়েছে। রিষড়া বিধান চন্দ্র কলেজের এই ছাত্রনেত্রীর দাবি, ভাইস চেয়ারম্যানের সঙ্গে কলেজ কর্তৃপক্ষে দহরমমহরম রয়েছে। তাই অভিযোগ জানালেও, তাঁর ছেলে তথা জিএসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি!
তিনি বলেন, সবাই ওকে সাপোর্ট করবে। ও জিএস। বাবা ভাইস চেয়ারম্যান। রাতে ১-২ ঘণ্টা করে ওর বাবা কলেজে আসত। ক্যামেরা অফ করে টিআইসির সঙ্গে মিটিং করত। টিআইসিকে জানালেও স্টেপ নেয়নি। প্রভাবিত করেছে বলেই প্রিন্সিপাল অ্যাকশন নেয়নি। যদিও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দাবি, উপ পুরপ্রধানের সঙ্গে আলাদা করে কোনও মিটিং তিনি করেননি।

চন্দননগর পুলিশ কমিশনারেটে দায়ের করা অভিযোগপত্রে তরুণী উল্লেখ করেছেন, একটা সময় মিটমাটের প্রস্তাবও দিয়েছিলেন ছাত্রনেতার বাবা! মীমাংসার যে চেষ্টা একটা হয়েছিল তা কার্যত কবুল করেছেন তৃণমূল নেতা বাবা। যদিও, সিসি ক্যামেরায় ছেলের কীর্তি ধরা পড়লেও, ভাবটা এমন, যেন কিছুই হয়নি! বলেন, ডিসেম্বরের ঘটনা। মিটমাট হয়ে গিয়েছিল। হঠাৎ কেন এখন তোলা হচ্ছে? কলেজের ঘটনা কলেজই মেটাবে।
আক্রান্ত তরুণী বুধবারই চন্দনগর পুলিশ কমিশনারেটে গিয়ে অভিযোগ জানিয়েছেন। যার প্রেক্ষিতে, এসিপি জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। রিষড়া থানায় তা পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।