হাওড়া ও বর্ধমান: হাওড়ায় ডাকাতি, লুঠের সোনার হদিশ বর্ধমানে ।বর্ধমানের নবাবহাটে পরিত্যক্ত গাড়িতে লুঠ হওয়া সোনার কয়েক কেজি উদ্ধার। এদিন দুপুরে হাওড়ার জগাছায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি হয়েছিল। ডাকাতির পরেই জেলায় জেলায় সতর্কতা জারি করা হয় পুলিশের পক্ষ থেকে।
জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় গাড়ির হদিশ পাওয়া যায়। তল্লাশির মুখে বেগতিক দেখে গাড়ি ফেলে দুষ্কৃতীরা চম্পট দেয়। মেলে লুঠ হওয়া কিছু সোনার গয়নার হদিশ।
কয়েক কেজি সোনার গয়না লুঠ করা হয় বলে অভিযোগ। সংস্থার কর্মীদের মারধর করে অবাধে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। দুপুর ২ টো নাগাদ মাস্ক পরে ৪-৫জন সশস্ত্র দুষ্কৃতী হানা দেয়। কেড়ে নেওয়া হয় কর্মীদের মোবাইল ফোন। ১০ মিনিটের অপারেশন শেষ করে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যায় তারা। ডাকাতির পরেই জেলায় জেলায় খবর দেয় হাওড়া পুলিশ।
দুষ্কৃতীর খোঁজে তল্লাশিতে নামে বর্ধমান থানার পুলিশও। শেষপর্যন্ত বেগতিক দেখে গাড়ি ফেলে পিঠঠান দিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হাওড়ায় ডাকাতি, কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের গাড়ির হদিশ বর্ধমানে, নাকা চেকিংয়ের মুখে চম্পট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 07:01 PM (IST)
দুপুরে হাওড়ায় স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি, কয়েক ঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের গাড়ির হদিশ বর্ধমানে, নাকা চেকিংয়ের মুখে চম্পট দুষ্কৃতীদের
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -