উত্তরপাড়া: লকডাউনে কাজ হারিয়েছিলেন। হন্যে হয়ে নতুন চাকরি খুঁজছিলেন উত্তরপাড়ার ভদ্রকালীর বাসিন্দা সপ্তর্ষি সামন্ত। চাকরির খোঁজ চালাচ্ছিলেন অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। কিন্তু সেখানে যে পদে পদে পাতা ফাঁদ, বোঝেননি তিনি।
সম্প্রতি একটি অনলাইন কনসালটেন্সির মাধ্যমে চাকরির আবেদন করেন ওই যুবক। সেখানেই খোয়া যায় তাঁর প্রায় ২ লক্ষ টাকা!
অভিযোগকারীর দাবি, লকডাউনের জেরে চাকরি খুইয়ে নতুন চাকরির খোঁজে অনলাইনে আবেদন করছিলেন। সেখানেই একটি 'সফটওয়্যার সংস্থা' থেকে চাকরির প্রস্তাব পান। বলা হয়, তাঁকে কিছু টাকা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। নির্বাচিত হওয়ার খবর জানিয়ে ডিপোজিট মানি হিসেবে ১ লক্ষ ৪৯ হাজার টাকা চাওয়া হয়। তিনি চাকরি পাওয়ার আশায় তা দিয়েও দেন। তার রসিদও পান তিনি। টাকা দেওয়ার পরেই ওয়েব সাইটটি গায়েব হয়ে যায়। যোগাযোগের নম্বরে ফোন করেও যোগাযোগ করা যায়নি। তখনই তিনি বোঝেন, প্রতারিত হয়েছেন।
এরপর চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন তিনি। এর পিছনে বড় কোনও চক্র রয়েছে বলে অনুমান পুলিশের।
অনলাইনে চাকরি প্রতারণা, ২ লক্ষ টাকা খোয়া গেল উত্তরপাড়ার যুবকের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Oct 2020 12:37 PM (IST)
অভিযোগকারীর দাবি, লকডাউনের জেরে চাকরি খুইয়ে নতুন চাকরির খোঁজে অনলাইনে আবেদন করছিলেন। সেখানেই একটি 'সফটওয়্যার সংস্থা' থেকে চাকরির প্রস্তাব পান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -