পশ্চিম বর্ধমান: ভর দুপুরে ব্যাঙ্কে ডাকাতি।অভিযোগ, শুক্রবার দুপুর একটা নাগাদপশ্চিম বর্ধমানে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর রানিগঞ্জের কানাড়া ব্যাঙ্কের সামনে দুটি বাইকে চেপে এসে জড়ো হয় ৬ দুষ্কৃতী। তাদের মধ্যে চার জন গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢোকে।ব্যাঙ্কে তখন কর্মীরা ছাড়াও ছিলেন জনা তিনেক গ্রাহক।আগ্নেয়াস্ত্র বের করে প্রথমেই সকলের থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা।
তারপর সোজা ঢোকে ম্যানেজারের ঘরে।তাঁর দিকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভল্টের চাবি চায়।অস্বীকার করলে ব্যাঙ্ক ম্যানেজারকে মারধর করে ভল্টের চাবি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। অভিযোগ, এরপর ভল্ট খুলে প্রায় ২৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় তারা। সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে যায়।পালানোর সময় বাইরে থেকে বন্ধ করে দেয় ব্যাঙ্কের দরজা।
কিন্তু, রানিগঞ্জের এই ব্যস্ত এলাকায়, ভর দুপুরে, ব্যাঙ্ক-ডাকাতির ঘটনা ঘটল কী ভাবে? কোথায় তা হলে নিরাপত্তা? প্রশ্ন স্থানীয়দের।
ব্যাঙ্কে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে যান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার।
তদন্ত শুরু করেছে কমিশনারেট।