দুর্গাপুর:কথায় বলে, টাকা ওড়ে, শুধু ধরতে জানতে হয়। কিন্তু কথার কথা যে এভাবে বাস্তব হয়ে যাবে, ভাবতে পারেননি কেউ। সোমবার সকালে তেমনই ঘটনা ঘটল দুর্গাপুর স্টেশনে।


সবে স্টেশন ছেড়ে বেরিয়ে গিয়েছে ডাউন হাওড়া-ইন্দৌর শিপ্রা এক্সপ্রেস। ধোঁয়া বা ধুলো নয়, অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনের পিছনে উড়ছে টাকা! কড়কড়ে ৫০০ টাকার নোট! বাতাসে নোট উড়তে দেখা মাত্রই শুরু হুড়োহুড়ি, কাড়াকাড়ি।

স্টেশনে টাকা উড়ছে!

খবর পেয়েই চলে আসে আর পি এফ। উদ্ধার হয় ৫২ টি ৫০০ টাকার নোট।

২৬ হাজার টাকা উদ্ধার হলেও আর ক’টি নোট কার পকেটে গিয়েছে তা অবশ্য হলফ করে বলতে পারেনি আরপিএফ।

কিন্তু কোথা থেকে কীভাবে এল টাকা? কীভাবেই বা তাতে ডানা গজাল চলন্ত ট্রেনের পিছনে? জানতে চেষ্টা করছে আরপিএফ।

যোগাযোগ করা হয়েছে হাওড়া জি আর পি-র সঙ্গে।