পশ্চিম মেদিনীপুর : মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া বিধানসভা কেন্দ্র সবংয়ে বৃহস্পতিবার উপনির্বাচন। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার পর মানস ভুঁইয়াকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল।
আর মানস ভুঁইয়ার স্ত্রী গীতারানি ভুঁইয়াকে সবং প্রার্থী করেছে তৃণমূল।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএম সবংয়ে লড়েছিল জোট করে। যদিও, এবার উপনির্বাচনে দু’দলই নিজেদের প্রার্থী দিয়েছে।
সবংয়ের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। সিপিএমের প্রার্থী রীতা মণ্ডল জানা। আর বিজেপি প্রার্থী করেছে সিপিএম ছেড়ে গেরুয়া শিবিরে আসা
অন্তরা ভট্টাচার্যকে।
বুধবার চূড়ান্ত পর্যায়ে উপনির্বাচনের প্রস্তুতি। পরীক্ষা নিরীক্ষার পর ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে ইভিএম।
২০১৬-র বিধানসভা ভোটে সবংয়ে সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী মানস ভুঁইয়া জিতেছিলেন ৪৯ হাজার ১৬৭ ভোটে। তিনি পেয়েছিলেন ১ লক্ষ ২৬ হাজার ৯৮৭টি ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের নির্মল ঘোষ পেয়েছিলেন ৭৭ হাজার ৮২০টি ভোট। আর বিজেপি প্রার্থী কাশীনাথ বসু পেয়েছিলেন ৫ হাজার ৬১০টি ভোট।
১৯৮২ সাল থেকে সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। পর্যবেক্ষকদের একাংশের মতে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার পর এই কেন্দ্র ধরে রাখা তাঁর কাছে প্রেস্টিজ ফাইট। অন্যদিকে, বিরোধীদের দাবি, মানস ভুঁইয়ার দলবদল যে সবংবাসী ভাল ভাবে নেয়নি, তা প্রমাণ হবে ভোটের ফলেই।
সবংয়ের উপনির্বাচনের ফল ঘোষণা ২৪ ডিসেম্বর।
রাত পোহালেই ভোট সবংয়ে, মর্যাদার লড়াই মানসের, মাটি কামড়ে টক্করে সিপিএম, কংগ্রেস, বিজেপি-ও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2017 10:50 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -