কলকাতা: উত্তরপ্রদেশে পালিয়েও শেষ রক্ষা হল না। অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল পুরুলিয়া সূচকাণ্ডে মূল অভিযুক্ত সনাতন ঠাকুর। সূচকাণ্ডে শিশু মৃত্যুর ৯ দিন পর, শনিবার শোনভদ্র থানার পিপড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ দল।


এই সনাতনের বাড়িতেই শিশুকন্যাকে নিয়ে থাকতেন তার মা। গুরুতর অসুস্থ, মুমূর্ষু মেয়েটিকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে তার দেহের অভ্যন্তরে ৭টি সূচ দেখতে পান চিকিৎসকরা। দিনকয়েক যমে মানুষে টানাটানির পর তার মৃত্যু হয়।

ইতিমধ্যেই শিশুটির মাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করে ও বিভিন্ন কীর্তন দলের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, উত্তরপ্রদেশের পিপরিতে গা ঢাকা দিয়ে রয়েছে সনাতন।

জানা গিয়েছে, সেখানেএ সাধুর বেশে আত্মগোপন করে ছিল ষাটোর্ধ্ব সনাতন। ৬ দিনের ট্রানজিট রিমান্ড তাকে এ রাজ্যে আনা হয়েছে। ২ তারিখ তোলা হবে পুরুলিয়া আদালতে।