অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর:  ব্যঙ্গচিত্রে সেজে উঠেছে পুজো মণ্ডপ!  কোথাও বিষয়বস্তু ‘পিসি-ভাইপো’! কোথাও আবার বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’-কে নিশানা করে কার্টুন! মেদিনীপুর শহরে সরস্বতী পুজোতেও রাজনীতির রং!


মঙ্গলবার, মেদিনীপুরের কলেজ স্কোয়ার এলাকার একাধিক পুজো মণ্ডপ জুড়ে দেখা যায় ব্যঙ্গচিত্রের ছবি। পুজো মণ্ডপে ব্যঙ্গচিত্র ইস্যুতে শুরু হয়েছে শাসক-বিরোধী বাগযুদ্ধ। 


একটি ক্লাবের পুজো উদ্বোধনে গিয়ে এই ধরণের ছবি দেখে ক্ষোভপ্রকাশ করেন অভিনেতা তথা যুব তৃণমূলের সহ সভাপতি সোহম চক্রবর্তী।  বলেন, প্রতিহিংসামূলক ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে। পুজোর জায়গায় এসব করা ঠিক নয়। ওরা এসব দিয়ে উত্তেজনা তৈরির চেষ্টা করছে। কিন্তু লাভ হবে না।


যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাদ গেরুয়া শিবির। পশ্চিম মেদিনীপুর  বিজেপি সহ সভাপতি অরূপ দাস বলেন, কে পছন্দ করল না তাতে কিছু যায় আসে না। 


এখন বাগদেবীর বন্দনা ঘিরেও রাজনীতির বাগযুদ্ধ।