সুজিত মণ্ডল, নদিয়া: মঙ্গলবার সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠবে বঙ্গবাসী। কিন্তু, ভোটপূর্বের বঙ্গে, সরস্বতী পুজো নিয়েও শুরু রাজনীতি!


সরস্বতী পুজোর দু’দিন আগে, বিজেপির তরফে প্রতিমা বিলি করা হল ৷ আর তা ঘিরে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। রবিবার, নদিয়ার রানাঘাটের আঁইশতলা সুভাষপল্লী বাজার এলাকায় ১০০টি সরস্বতী প্রতিমা বিতরণ করে বিজেপির যুব মোর্চা।  


তৃণমূলের অভিযোগ, ভোটের জন্যই এসব করছে বিজেপি। রানাঘাটের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর সিংহ বলেন, ‘‘আমরা সর্ব ধর্মকে সম্মান দিয়ে রাজনীতি করি। আমাদের দেবতা সরস্বতী। তাঁর আশীর্বাদ নিয়ে আমরা চলি। আমরা প্রতিমা বিলি করে রাজনীতি করি না। উন্নয়নকে সামনে রেখে আমরা রাজনীতি করি। সামনে নির্বাচন,তাই প্রতিমা বিলি করে রাজনীতি করতে নেমেছে ওরা।’’


যদিও বিজেপির দাবি, নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। নদিয়া (দক্ষিণ)-এর বিজেপি যুব মোর্চা সভাপতি ভাস্কর ঘোষ বলেন, ‘‘নির্বাচনকে মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি চলে না। সবার পাশে থেকে, সবার সঙ্গে থেকে, সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চায়। সেই কারণেই সরস্বতী প্রতিমা প্রদান। এর সঙ্গে আগামী নির্বাচনের কোনও বিষয় নেই। আমরা বাংলার সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে–বাংলার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ পরিণত করতে চায়, তাদের মুখে এটা নিয়ে অনেক মন্তব্য আসতে পারে।’’ 


ভোটের মুখে বাগদেবীর আরাধনায় রাজনীতির ছোঁয়া প্রথম নয়। এবছর, হুগলি জেলা জুড়ে ১২০টি সরস্বতী পুজোর আয়োজন করেছে তৃণমূল। যার পুরো খরচ বহন করবে শাসকদল। গত সপ্তাহে হুগলির রাস্তায় বের হয় তৃণমূলের ট্যাবলো। যেখানে সরস্বতী প্রতিমার পাশাপাশি রাজ্য সরকারের শিক্ষা দফতরের নানা প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়। এরইমধ্যে, বিজেপির প্রতিমাবিলি নিয়ে শুরু নতুন তরজা।