করুণাময় সিংহ, মালদা: রাজ্যে বিধানসভা ভোটের মুখে মালদা থেকে গ্রেফতার হল ৩ অস্ত্র পাচারকারী।  গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ অভিযান চালায় মানিকচক থানার শঙ্করতলা ঘাট এলাকায়।  


সেখানেই এসটিএফের হাতে আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়েছে ৩ পাচারকারী।  পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে  ৬ এমএম পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৯০ রাউন্ড কার্তুজ।  ধৃতদের মধ্যে ২ জনের বাড়ি ঝাড়খণ্ডে।  ১ জনের বাড়ি মালদারই ভূতনি এলাকায়।  


এই প্রথম নয়। এর আগে গতমাসে কালিয়াচক ও হরিশ্চন্দ্রপুর থেকেও  আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। গত ৩০ জানুয়ারি হরিশ্চন্দ্রপুরে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করে ভালুকা ফাঁড়ির পুলিশ। 


গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে হরিশ্চন্দ্রপুরের গোবরাঘাট এলাকায় তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় দুটি রাইফেল, দুটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ। 


ধৃত দুই যুবকই মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। গোবরাঘাট বাংলা-বিহার সীমানাবর্তী এলাকা। পুলিশের অনুমান, বিহার থেকেই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল। 


এর আগে, ২৩ জানুয়ারি, কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর। 


মালদার পুলিশ সুপার জানান,  ধৃতদের জেরা করে কোথা থেকে এবং কাদের জন্য অস্ত্রগুলি আনা হয়েছিল, তা জনার চেষ্টা চলছে।


এছাড়া, চলতি মাসের গোড়ায় বাবুঘাট ও রাজারহাট থেকে ৬ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় লালবাজারের গুন্ডাদমন শাখা। গ্রেফতার করে তিন দুষ্কৃতীকে। 


ধৃতদের মধ্যে ২ জন উত্তর ২৪ পরগনা ও একজন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত করা হয়েছে একটি নম্বর প্লেটহীন স্কুটার।