সরিষা:বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু এবং বিদ্যুৎ দফতরের অফিসে ভাঙচুরের ঘটনায় এখনও থমথমে সরিষার কামারপোল গ্রাম।


বাড়িতে অনুষ্ঠান থাকায় নিয়ম মেনেই আবেদন করা হয়েছিল সাব মিটারের। সাব মিটার না দিয়ে হুকিং করতে বলেন বিদ্যুত্ দফতরের কর্মীরাই। অভিযোগ মৃতের বাবার। এদিকে  ঘটনার পর ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং বিদ্যুৎ দফতরের কার্যালয়ে ভাঙচুর চালানোয় ক্ষুব্ধ এলাকাবাসীদের একাংশ। স্থানীয়দের দাবি, প্রায় ৫০ হাজার গ্রাহক এই কার্যালয়ের উপর নির্ভরশীল। ভাঙচুরের জেরে কার্যালয় বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন ওই গ্রাহকরা। অন্যদিকে, বিদ্যুৎ দফতরের তরফে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি কর্মীদের মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।