ফেসবুকে 'বাই' লিখে পোস্ট,বন্ধুকে ‘চললাম, আসছি’ বলে ফোনের কিছুক্ষণের মধ্যেই ভাড়াবাড়ি থেকে উদ্ধার স্কুলশিক্ষকের ঝুলন্ত দেহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2018 12:41 PM (IST)
পশ্চিম মেদিনীপুর: দিনকয়েক আগে প্রথমে ফেসবুকে 'বাই' লিখে পোস্ট। এরপর গতকাল বন্ধুকে ‘চললাম, আসছি’ বলে জানিয়ে ফোন। তার কিছুক্ষণের মধ্যেই ভাড়াবাড়ি থেকে উদ্ধার স্কুলশিক্ষকের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানা এলাকার ক্ষীরপাইতে। মৃতের নাম রমেশচন্দ্র মণ্ডল। কাসন্দ প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামে। গতকাল রাতে ক্ষীরপাইতে ভাড়াবাড়ি থেকে দরজা ভেঙে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বছর ২৬-এর ওই শিক্ষক অবিবাহিত। শান্ত স্বভাবের ওই শিক্ষকের মৃত্যুতে হতবাক প্রতিবেশীরাও। মানসিক অবসাদে আত্মহত্যা কিনা, খতিয়ে দেখছে চন্দ্রকোণা থানার পুলিশ