হাওড়া: ভর সন্ধেয় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! সিসিটিভি ক্যামেরাবন্দি এই ফুটেজই হাওড়ায় আবাসনের নিরাপত্তারক্ষীর খুনের তদন্তে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। যা দেখে, পুলিশ নিশ্চিত, প্রোমোটার নন, আততায়ীর নিশানায় ছিলেন নিরাপত্তারক্ষীই।


শুক্রবার সন্ধে ৭টা ৪৬। সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, আবাসনের গেটের সামনে নিরাপত্তারক্ষী বছর বিয়াল্লিশের বিজয় মল্লিকের ঠিক পিছনে এসে দাঁড়ায় সাদা জামা পরা এই আততায়ী।

এরপরই পকেট থেকে বন্দুক বের করে কয়েক পা এগোনো এবং সরাসরি নিশানা নিরাপত্তারক্ষীকে। গুলি করার পরই দৌড়ে পালায় দুষ্কৃতী।

কিন্তু, কেন খুন করা হল ওই নিরাপত্তারক্ষীকে? পুলিশের অনুমান, নেপথ্যে থাকতে পারে একাধিক কারণ।

পুলিশ সূত্রে দাবি, হাওড়ার গদাধর মুখার্জি লেনে ৭-৮ কাঠার একটি জমি ছিল পেশায় নিরাপত্তারক্ষী বিজয় মল্লিকের পরিবারের। সম্প্রতি, এক প্রোমোটার সেই জমিতে আবাসন তৈরির কাজ শুরু করেন।

সেই সম্পত্তি নিয়ে কি কোনও শরিকি বিবাদ চলছিল? সেই কারণেই কি খুন হতে হল নিরাপত্তারক্ষী বিজয় মল্লিককে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও, শরিকি বিবাদে খুন বলে মানতে নারাজ পরিবার।

অসামাজিক কাজের প্রতিবাদ করায় খুন? পুলিশের একাংশ সূত্রে এও জানা গিয়েছে, হাওড়ার যে আবাসনের সামনে নিরাপত্তারক্ষী খুন হন, সেখানকারই একটি ফ্ল্যাটে অসামাজিক কাজ চলত।

যার তীব্র প্রতিবাদ করেন বিজয়। সেই রোষেই কী খুন করা হল তাঁকে? খতিয়ে দেখছে পুলিশ।

আততায়ীকে খুঁজে বের করতে ঘটনাস্থলের আশপাশের আবাসনের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারী অফিসাররা।