সোনারপুর: জমি দখলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর বচসার জেরে উত্তেজনা দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের চৌহাট্টিতে। এক গৃহবধূকে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশী শ্রীহরি দেবনাথের বিরুদ্ধে। মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত ছেলেও। গতকাল বিকেলে ঘটনাটি ঘটে।

আক্রান্ত শর্মিষ্ঠা দত্তর দাবি, তাঁদের জমির একাংশ জোর করে দখল করে পাঁচিল দিয়ে দেন শ্রীহরি। এনিয়ে আদালতে মামলাও চলছে। অভিযোগ, এই নিয়েই গতকাল ফের ঝামেলা বাঁধে। দু’পক্ষই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে। শ্রীহরি-সহ দু’জনকে আটক করেছে পুলিশ।