কলকাতা : কবি হাসপাতালে যেতে অনিচ্ছুক ছিলেন। তাই হোম আইসোলেশনেই চলছিল চিকিত্সা। আজ সকালে বাড়িতেই জীবনাবসান হয় শঙ্খ ঘোষের। বাড়িতে ফোন করে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নীরবে, আড়ম্বরহীন শেষকৃত্য চায় প্রয়াত কবির পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গান স্যালুট ছিল কবির অপছন্দের, তাই পরিবারের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে।



শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, তাঁর লেখা সর্বজনবিদিত। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শঙ্খবাবুর পরিবাবের প্রতি সমবেদনা।ওম শান্তি। 

'' Shri Shankha Ghosh will be remembered for his contributions to Bengali and Indian literature. His works were widely read and admired. Saddened by his demise. Condolences to his family and friends. Om Shanti '' - Narendra Modi

পরে প্রধানমন্ত্রী বাংলাতেও একটি ট্যুইট করেন। তিনি লেখেন , 'বাংলা ও ভারতীয় সাহিত্যে তাঁর অবদানের জন্যে শঙখ ঘোষ স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রচনা বহুপঠিত এবং শ্রদ্ধেয়। তাঁর মৃত্যুতে শোকাভিভূত। তাঁর পরিবার ও স্বজনদের জানাই সমবেদনা। ওঁ শান্তি।'

শঙ্খ ঘোষের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে ট্যুইট করেছেন অমিত শাহ। তিনি লেখেন, ''প্রখ্যাত বাঙালী কবি ও সাহিত্য আকাদেমি পুরষ্কার প্রাপ্ত শ্রী শঙ্খ ঘোষ মহাশয়ের মৃত্যু সংবাদে আমি মর্মাহত। তিনি সর্বদা আমাদের হৃদয়ে গ্রথিত থাকবেন তাঁর অসামান্য কবিতার জন্য যেখানে সামাজিক চিত্রকে গভীরভাবে অংকন করেছেন।তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।ওম শান্তি.''


শঙ্খ ঘোষের প্রয়াণে শোকজ্ঞাপন জে পি নাড্ডার। বিজেপির সর্বভারতীয় সভাপতি লেখেন, '' পদ্মভূষণ সম্মান, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান ও জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত বাংলার বিখ্যাত কবি শঙ্খ ঘোষের প্রয়াণে গভীরভাবে শোকাহত। ওনার আত্মার চির শান্তি কামনা করি।''


 


শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন শঙ্খবাবুর সঙ্গে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। শঙ্খবাবুর প্রয়াণে সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি।  তিনি জানান, ‘‘শঙ্খদার মৃত্যুতে শোকাহত আমরা। তাঁর পরিবার, মেয়ের সঙ্গে কথা হয়েছে। গান স্যালুট পছন্দ করতেন না উনি। তেমনটাই জানিয়েছেন কবি-কন্যা। তাই সেটুকু বাদ দিয়ে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। মুখ্যসচিবকে তেমন নির্দেশ দিয়েছি।’’