সমীরণ পাল: উত্তর ২৪ পরগনার শ্যামনগরে শ্যুটআউট। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত এক ঠিকাকর্মী। ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। পুলিশ সূত্রে খবর, টাকা নিয়ে বিবাদের জেরেই হামলা চালিয়েছে দৃষ্কৃতীরা।


ভোটের আগে ফের অশান্ত উত্তর ২৪ পরগনার শ্যামনগর। তবে এবার রাজনৈতিক গণ্ডগোল নয়। দুষ্কৃতী দৌরাত্ম্যে অশান্ত এলাকা। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে জখম কাজল চৌধুরী নামে এক ঠিকাকর্মী। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে।


স্থানীয় সূত্রে খবর, আজ সকালে মনসাতলা এলাকায় ওই ঠিকাকর্মী একটি মুদিখানা দোকানে যান। সেই সময় তিন দুষ্কৃতী তাঁর সামনে এসে দাঁড়ায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই এক দুষ্কৃতী ওই ঠিকাকর্মীকে লক্ষ্য করে গুলি চালায়। ঠিকাকর্মীর হাতে গুলিটি লাগে। এরপরই ওই তিন দুষ্কৃতী মোটর বাইকে করে পালিয়ে যায়। সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের পালানোর ছবি ধরা পড়েছে।


শ্যুটআউটের খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় থমথমে এলাকা। শ্যুটআউটকাণ্ডে জগদ্দল থানার পুলিশের অনুমান, টাকা নিয়ে বিবাদের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।