উত্তর ২৪ পরগনা: এটিএম হ্যাক করে টাকা লুঠের অভিযোগে জালে মোস্ট ওয়ান্টেড! ধৃতের নামে আমির আলি। বাড়ি শিলিগুড়ি। পটনা থেকে তাকে গ্রেফতার করেছে ব্যারাকপুর কমিশনারেট।
ফেব্রুয়ারিতে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া ও জগদ্দলের দুটি এটিএম থেকে ৪০ লক্ষ টাকা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিশেষ সফটওয়্যার দিয়ে এটিএম হ্যাক করত আমির আলি নামে এক যুবক। তারপর সেখান থেকে বড় অঙ্কের টাকা সে তুলে নিত।
পুলিশ সূত্রে দাবি, এটিএম হ্যাক করার ফলে, টাকা তোলার মেসেজ ব্যাঙ্কের সার্ভারে রেকর্ড হত না। পুলিশ জানিয়েছে, এটিএম হ্যাক করে টাকা লুঠের এই চক্রের জাল ছড়িয়ে নাইজিরিয়া পর্যন্ত। টাকা লুঠের পর নাইজেরিয়ার ওই ব্যক্তিকেও লুঠের হিসসা দিত বলে জেরায় ধৃত আমির আলি স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে দাবি। চক্রের বাকি পাণ্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এটিএম হ্যাক করে লক্ষ লক্ষ টাকা ‘লুঠ’, পটনায় গ্রেফতার শিলিগুড়ির যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Oct 2017 08:39 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -