পুর চেয়ারম্যান খুন: আজও থমথমে ভদ্রেশ্বর, বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, জিটি রোড অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Nov 2017 11:14 AM (IST)
NEXT
PREV
হুগলি: পুর চেয়ারম্যান মনোজ উপাধ্যায়ের খুনের পর আজও থমথমে ভদ্রেশ্বর। জিটি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। অবরোধে সামিল পুর প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী এবং ক্লাব সদস্যরা। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। মঙ্গলবার রাতে ক্লাব থেকে বাড়ি ফেরার পথে বাড়ির গলির মুখে ৫টি গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই ব্যক্তি। ঘটনার পর মুন্না রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও অধরা মূল অভিযুক্ত। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও সন্দেহভাজনদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -