দার্জিলিং: গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুঙ্গের পাতলেবাসের বাড়িতে গতকালের  তল্লাশির পরেই অগ্নিগর্ভ পাহাড়। আজও উত্তেজনা পাহাড়ে।  কালিম্পংয়ে সরকারি অফিস ও বং বস্তি পঞ্চায়েত অফিসে আগুন। মিরিকে গ্রাম পঞ্চায়েতের অফিসে আগুন লাগিয়ে দেয় মোর্চা সমর্থকরা। বিজনবাড়িতেও ফের আগুন মোর্চার। রিমবিক লোধামা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও জলবিদ্যুৎ কেন্দ্রের অফিসে আগুন লাগিয়ে দেয় মোর্চা সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে আরও ৪ কোম্পানি আধা সেনা। পাশাপাশি, আরও ৭ আইপিএসকে পাহাড়ে পাঠানো হয়েছে । ইতিমধ্যেই পৌঁছে গেছেন বিবেক সহায় ও রণবীর কুমার। এদিকে, মোর্চার ডাকা অনির্দিষ্টকালের পাহাড় বনধের জেরে সকাল থেকেই কার্যত জনশূন্য রাস্তাঘাট। দোকানপাট খোলেনি। শুনসান দার্জিলিং ম্যাল।

বন্ধ গাড়ি চলাচল। পাহাড়ে বেড়াতে গিয়ে চূড়ান্ত দুর্ভোগে পর্যটকরা। প্রশাসনের পক্ষ থেকে গাড়ির ব্যবস্থা করা হলে, প্রয়োজনের তুলনায় তা কম থাকার অভিযোগ। ফলে গাড়ির জন্য ভোর থেকে লম্বা লাইন।