বীরভূম: দিন-রাত তাড়া করে বেড়াচ্ছে সাপের আতঙ্ক। গ্রাম ছেড়ে পালাচ্ছেন বীরভূমের তেঙ্গা ও কাকোড়া গ্রামের বাসিন্দারা। বিডিওর আশ্বাস, বন দফতরের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গত ৩ মাসে অন্তত ১৫ জনকে কামড়েছে বিষাক্ত সাপ!মৃত্যু হয়েছে ৭ জনের।এদিকে গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে বাড়বাড়ন্ত ওঝাদের। হাসপাতালেও চিকিত্সা মিলছে না বলে অভিযোগ।
বাপের বাড়ি গিয়ে সাপের আতঙ্কে আর ফিরছেন না বাড়ির বৌরা। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, সমস্যা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন আশ্বাস দিলেও কাটছে না আতঙ্ক। গ্রামে গ্রামে চলছে মনসা পুজোর প্রস্তুতি। সাপ দেখলেই চলছে অবাধে হত্যা।
সাপের-আতঙ্ক, বীরভূমে দুটি গ্রাম ছেড়ে পালাচ্ছেন সেখানকার বাসিন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2017 07:52 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -