মালদা: রক্তের সম্পর্কেই রক্তের দাগ! যে বাবা পৃথিবীতে এনেছিলেন, তাঁকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। তা-ও আবার সম্পত্তির লোভে! সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবাকে ‘কুপিয়ে খুন’ ছেলের। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ায়।
স্থানীয় সূত্রে দাবি, এখানকার বাসিন্দা নীরেন ঘোষের দু’টি বিয়ে। প্রায় দশ বছর ধরে তিনি দ্বিতীয় স্ত্রী লক্ষ্মী ঘোষের সঙ্গেই থাকেন। প্রথম পক্ষের ছেলে বিষ্ণুর সঙ্গে নীরেনের বিবাদও অনেকদিনের। নীরেনের দ্বিতীয় স্ত্রীর দাবি, বৃহস্পতিবার সকালে বিষ্ণু হঠাৎই বাবার কাছে এসে সম্পত্তি নিয়ে বচসা জুড়ে দেন। তারপর ধারাল অস্ত্র বার করে বাবার গলায় কোপ মারেন। চিৎকার-চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁদের দেখে বিষ্ণু সেখান থেকে পালান বলে অভিযোগ। অভিযুক্ত বিষ্ণু পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।
মালদায় সম্পত্তির লোভে বাবাকে ‘কুপিয়ে খুন’ ছেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2017 10:03 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -