হুগলি: যে মা পৃথিবীর আলো দেখিয়েছে,যে মায়ের হাত ধরে হাঁটতে শেখা...বড় হওয়া..সেই মাকেই গুলি করে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে।
হুগলির চুঁচুড়ার কানাগড়ের বাসিন্দা বছর ২৫-এর রাজু তিওয়ারি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে রাজু মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। ঘরে ঢুকতে গেলেন বাধা দেন মা ।বছর ৫৫’র জ্যোৎ‍স্না তিওয়ারি ছেলেকে বলেন, মদ খেয়ে বাড়ি ঢুকবি না।মত্ত ছেলে তখন সজোরে দরজায় লাথি মারেন। মায়ের সঙ্গে শুরু করে দেন বচসা।অভিযোগ, সেই সময়ই বন্দুক বের করে মাকে গুলি করে মত্ত রাজু। বুকে ও কাঁধে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মা।রাজুর স্ত্রী এবং তাঁর দাদা-বৌদিরা ছুটে আসেন।
অভিযোগ তাঁদের দিকেও বন্দুক তাক করে খুনের হুমকি দেয় মত্ত রাজু। তারপর সেখান থেকে পালায়। গুলিবিদ্ধ মহিলাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।
অভিযোগ, শুক্রবার বেলা বারোটা নাগাদ বাড়িতে এসে ফের পরিবারের সদস্যদের হুমকি দেয় রাজু তিওয়ারি। সেই সময়ই তাকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু, রাজুর কাছে বন্দুক এল কোথা থেকে? উঠছে প্রশ্ন।
রাজু তিওয়ারিরা আদতে বিহারের বাসিন্দা। গত পনেরো বছর ধরে চুঁচুড়ায় রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে রাজুর সঙ্গে তাঁর মায়ের বিবাদ চলছিল। নেপথ্যে সেই আক্রোশও কাজ করেছে কি না খতিয়ে দেখছে পুলিশ।