দমদম: সেই অমানবিকতার পুনরাবৃত্তি! আনন্দপুরে বৃদ্ধা মাকে তালাবন্দি করে আন্দামান বেড়াতে গিয়েছিলেন ছেলে। নোয়াপাড়ায় বৃদ্ধ বাবাকে তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগ ছেলে-বউমার বিরুদ্ধে।


ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার রবীন্দ্রপল্লি। বৃহস্পতিবার সকালে দোতলা বাড়ির বারান্দায় অসহায়ভাবে বৃদ্ধ রবীন্দ্র রায়কে দাঁড়িয়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, তাঁরা জানতেন, তিন দিন ধরে বাড়িতে কেউ নেই। এদিন বৃদ্ধকে দেখতে পেয়ে অবাক হন তাঁরা। পরে বুঝতে পারেন, দোতলার ঘরে বৃদ্ধ বাবাকে আটকে রেখে চলে গিয়েছেন ছেলে-বউমা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর। শুরু হয় বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তালা ভেঙে উদ্ধার করে বৃদ্ধকে। অভিযোগ, সম্পত্তি লিখে না দেওয়ার ফলেই এই ঘটনা।

কিছুদিন আগেই মারা গিয়েছেন স্ত্রী। ছেলে-বউমার সঙ্গে থাকতেন বৃদ্ধ। তাঁর দাবি, খাওয়া খরচ হিসেবে প্রতি মাসে দিতেন ৮ হাজার টাকা। গত কয়েক মাস ধরে সেই টাকা দিতে না পারায় শুরু হয় অত্যাচার, সম্পত্তি লিখে দেওয়ার চাপ। কিন্তু রাজি না হওয়ায় তালাবন্দি!

কিছুদিন আগেই এমনই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে কলকাতার আনন্দপুর থানা এলাকায়। বৃদ্ধা মাকে কিছু না জানিয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে বাড়ির দরজায় তালা দিয়ে আন্দামান বেড়াতে চলে যান ছেলে। জানতে পেরে পুলিশে খবর দেন পড়শিরা। উদ্ধার করা হয় বৃদ্ধাকে। এদিনও একইভাবে উদ্ধার করা হল এক বৃদ্ধকে। পুলিশ জানিয়েছে, ছেলে সমীর রায়ের খোঁজ চলছে।