ছেলের কাছে ব্রাত্য বৃদ্ধ মা-বাবা, সাহায্যে এগিয়ে এল বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Nov 2017 11:26 AM (IST)
NEXT
PREV
পূর্ব মেদিনীপুর: ছেলের ঘরে ব্রাত্য বৃদ্ধ মা-বাবা। ভাঙাচোরা ঘরে স্ত্রীকে নিয়ে দিন কাটাচ্ছিলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বৃদ্ধ গণেশ মান্না। সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, তাঁদের পাশে এসে দাঁড়াল এলাকারই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়ারা। কেউ টিফিনের টাকা বাঁচিয়ে, কেউ আবার লিফলেট বিলি করে আত্মীয় পরিজনদের থেকে টাকা সংগ্রহ করে সহায়সম্বলহীন বৃদ্ধ দম্পতির জন্য পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে। পড়ুয়াদের এই উদ্যোগে খুশি স্কুল কর্তৃপক্ষ। হাসি ফুটেছে বৃদ্ধ মান্না দম্পতির মুখেও।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -