ফুলিয়া:  পারিবারিক অশান্তির জেরে শ্বশুরবাড়ির সামনে বোমা রাখার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া গ্রামে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পঞ্চায়েত ভোটের সংঘর্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুড়ি-মুড়কির মতো পড়েছে বোমা। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া পাড়াতেও নীহাররঞ্জন দাস নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে বোমা। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বরং গৃহকর্তার দাবি,  পারিবারিক কলহের জেরে বাড়ির কাছে বোমা রেখে গিয়েছেন তাঁর জামাই!

২০১১ সালে নীহাররঞ্জনের মেয়ের বিয়ে হয় প্রসেনজিৎ রাজবংশীর সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন প্রসেনজিৎ।

থানায় এনিয়ে অভিযোগ জানানোর পর থেকেই শ্বশুরের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন প্রসেনজিৎ।সোমবার শ্বশুরবাড়িতে এসে সবাইকে তিনি অশ্রাব্য গালিগালাজ করেন বলে অভিযোগ।

এরপরই তিনি শ্বশুরবাড়ির সামনে বোমা রেখে গিয়েছেন বলে অভিযোগ ওঠে। শান্তিপুর থানায় এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে।