ব্যারাকপুর:  জন্মদাত্রী যখন বোঝা! মায়ের মুখে দু’মুঠো ভাত তুলে দিতেও আপত্তি। বৃদ্ধা মাকে ফেলে পালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে। অবশেষে স্থানীয়দের উদ্যোগে ছেলের হদিশ মিলল।মাকে বাড়ি নিয়ে গেল ছেলে


ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে।যাঁর আঙুল ধরে চলতে শেখা, সেই মায়ের হাতই ছেড়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে!!মাকে পথে বসিয়ে হাঁটা।মায়ের চোখে জল, বুকে যন্ত্রণা!

বাসন্তী মণ্ডল, বয়স ৭০। বাড়ি টিটাগড় থানার দেবপুকুরে। বৃদ্ধা বাসন্তীর এক ছেলে, এক মেয়ে।

মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। বৃদ্ধার বক্তব্য, বৃহস্পতিবার তাঁর ছেলে গণেশ রিক্সায় চাপিয়ে, তাঁকে ব্যারাকপুর সেন্ট্রাল রোডে নিয়ে আসেন!

একটি দোকানের সামনে বৃদ্ধাকে বসান।তারপর বলেন, মা তুমি এখানে বোসো, আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি

ছেলে সেই যে গেছে, আর ফেরেনি! সারাদিন রাস্তায় বসে থাকে অসহায় বৃদ্ধা মা।

বৃদ্ধাকে দিনভর পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন স্থানীয়রা। একটি বাড়িতে তাঁকে আশ্রয় দেওয়া হয়।

শুরু হয় ছেলের খোঁজ। অবশেষে হদিশ মেলে তাঁর। তখন ছেলে আসেন মাকে নিতে! দাবি করেন, তিনি মাকে ছেড়ে দেননি, বসিয়ে রেখে গিয়েছিলেন!

কিন্তু, বৃদ্ধা মাকে কি কেউ সারাদিন বসিয়ে রেখে চলে যায়? মার কথা কি ভুলেই গিয়েছিল ছেলে? না কি বাধ্য হয়েই ফের মায়ের হাত ধরা?