টাকা হাতানোর জন্য মাকে ‘কোপ’ ছেলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2017 09:18 PM (IST)
হাবড়া: যার জন্য পৃথিবীর আলো দেখা। টাকা হাতাতে সেই মাকেই ‘কোপ’ ছেলের! ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার হাবড়া। বর্ষায় প্রতিবারই ভেঙে যায় কাঁচা বাড়িটা। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেয়ে হাসি ফুটেছিল হাবড়ার আড়বেলিয়ার এই প্রৌঢ় দম্পতির মুখে। আশা ছিল, এবার অন্তত পাকা বাড়ি হবে। কিন্তু অভিযোগ, সেই টাকা হাতাতেই শুক্রবার রাতে মা মানুদা বিবিকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় ছেলে! স্ত্রীকে বাঁচাতে গিয়ে জখম হন বাবাও! অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছে বছর পঞ্চাশের মানুদা বিবিকে। ঘটনার পর থেকেই পলাতক ছেলে সাহেব আলি।