রানাঘাট: মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ ছেলের! আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।
মা অন্ত প্রাণ নদিয়ার ধানতলার বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে জ্বর-সহ একাধিক সমস্যা নিয়ে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি হন ওই ছাত্রের মা। শনিবার সকালে হাসপাতাল থেকে মায়ের মৃত্যু সংবাদ পায় ওই ছাত্র। পরিবারের দাবি, তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এক প্রতিবেশীকে ফোন করে জানায়, মা যেখানে গেছে, আমিও সেখানে যাচ্ছি। আমার আর খোঁজ কোরো না।
এর কিছুক্ষণ পরেই বাড়ির কাছে রেললাইন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অষ্টম শ্রেণির ছাত্রকে। পরিবারের দাবি, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্র।
ছেলে পাভেলের জন্য মা হয়ে উঠেছিলেন বিপ্লবী। মা-ছেলের সেই সম্পর্ক কালজয়ী! দিওয়ারের রবিকেও যখন দাদা বিজয় জিজ্ঞাসা করেছিলেন, তাঁর কাছে কি আছে, তখন তিনি বলেছিলেন ‘মা’! আর ম্যাক্সিম গোর্কি তো বলেই গিয়েছেন 'মা! মা বিষয়ে তো অন্তহীন ভাবে কথা বলা যায়।’ আর মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আত্মহত্যার চেষ্টা করল ধানতলার স্কুলছাত্র! যে হাসপাতাল থেকে সকালে মায়ের মৃত্যু সংবাদ এসেছিল, সেই কল্যাণী জেএনএম হাসপাতালে শুয়েই এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ছেলে!
নদিয়ায় মায়ের মৃত্যুতে ‘আত্মহত্যার চেষ্টা’ অষ্টম শ্রেণির পড়ুয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Oct 2017 09:46 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -