সোদপুর:  ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের প্রবেশিকায় মৌখিকে ব্যর্থ ছেলে। এনিয়ে পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে খুনের চেষ্টা। পরে আত্মঘাতী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। উদ্ধার সুইসাইড নোট। ঘটনাটি ঘটেছে সোদপুরের নীলগঞ্জ রোডে।

আজ সকালে বহুতলের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় গৃহকর্তা বছর ৬০-এর বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয় গৃহকর্ত্রী তন্দ্রা ও ছেলে সুমনকে।

পুলিশ সূত্রে খবর, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ছেলে সুমন। এনিয়ে পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। আশঙ্কাজনক অবস্থায় মা ও ছেলেকে খড়দার বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।