পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে স্টেডিয়াম-উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জেলার উঠতি ক্রিকেটাররাও যাতে তাদের ক্রিকেট-প্রতিভাকে তুলে ধরতে পারে, সে-ব্যাপারে উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করলেন সিএবি সভাপতি।
জেলা-ক্রিকেটের উন্নয়নের স্বার্থে পশ্চিম মেদিনীপুরে সিএবি সভাপতি স্বয়ং হাজির হন। সেখানকার অরবিন্দ স্টেডিয়ামে ক্রিকেট কোচিং ক্যাম্প, ডরমিটরি ও মিনি ইন্ডোর স্টেডিয়ামটির উদ্বোধন করলেন তিনি। শুধু পরিকাঠামোগত উন্নয়নই নয়, জেলার উঠতি ক্রিকেটাররাও যাতে তাদের প্রতিভাকে তুলে ধরতে পারে, সে-ব্যাপারেও উদ্যোগ নেবে সিএবি, জানালেন সৌরভ।
এই প্রথমবার পশ্চিম মেদিনীপুরে আসা। জঙ্গলমহল থেকেও যাতে প্রতিভাবান ক্রিকেটার উঠে আসতে পারে, সেজন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান সিএবি সভাপতি।
পশ্চিম মেদিনীপুরে স্টেডিয়াম উদ্বোধন করলেন সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2017 10:25 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -