কলকাতা: প্রাথমিকের শিক্ষক নিয়োগের পর এবার উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পথে রাজ্য। আইনি জটিলতার মধ্যেই প্রকাশিত হল একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের স্কুল সার্ভিস কমিশনের ফল।
এসএসসি সূত্রে খবর, উচ্চমাধ্যমিক স্তরে ৩৬টি বিষয়ে শূন্য পদের সংখ্যা ছিল ৭ হাজার। বদলির জেরে সেই সংখ্যা কিছুটা কমেছে। ওই পদে নিয়োগের লিখিত পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৫৩ হাজার পরীক্ষার্থী।
সেই পরীক্ষারই ফল প্রকাশিত হল এদিন। প্রকাশিত হয়েছে ৩ ধরনের তালিকা। কল ফর ভেরিফিকেশন, নট কল ফর ভেরিফিকেশন এবং রিজেক্টেড। এই তিন তালিকাতেই নাম থাকছে সব পরীক্ষার্থীর।
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ১ : ১.৪ অনুপাতে ইন্টারভিউতে ডাকা হবে পার্থীদের। অর্থাত্‍ প্রতি ১০টি শূন্যপদের জন্য ইন্টারভিউতে ডাকা হবে ১৪ জনকে।
‘কল ফর ভেরিফিকেশন’ তালিকায় নাম থাকা প্রার্থীদের প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ ও নথি পরীক্ষা হওয়ার পরেও পদ শূন্য থাকলে ডাকা হবে ‘নট কল ফর ভেরিফিকেশন’ তালিকায় নাম থাকা প্রার্থীদের। রিজেক্টেড তালিকার প্রার্থীরা ইন্টারভিউয়ে ডাক পাবেন না।
ইতিমধ্যেই ৪৩ হাজার শূন্যপদে নিয়োগ হয়ে গিয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। প্রশ্ন উঠেছিল, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে? কিন্তু নানা আইনি জটিলতায় আটকে ওই নিয়োগ। এই প্রেক্ষিতেই ফল প্রকাশিত হল উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার।
স্কুল সার্ভিস কমিশনের ব্যাখ্যা, ফল প্রকাশ করা হল মাত্র। নিয়োগের সুপারিশের ক্ষেত্রে আদালতের নির্দেশ যথাযোগ্য ভাবে মেনে চলা হবে। ফল জানা যাবে এসএসসির ওয়েবসাইট - westbengalssc.com-এ। তার জন্য লাগবে পরীক্ষার্থীর রোল নম্বর ও জন্মতারিখ। পাশপাশি, কমিশন সূত্রে খবর, ২-১ দিনের মধ্যে প্রকাশিত হবে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ফলও।