দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় ১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। অভিযুক্ত গৃহকর্তা ফেরার।
মহেশতলার বাসিন্দা ওই নাবালিকা পাশের চন্দননগর গ্রামে শেখ দুলু নামে এক ব্যক্তির বাড়িতে কাজ করত। পরিবারের দাবি, মঙ্গলবার গৃহকর্তা খবর দেন, অসুস্থ হয়ে পড়েছে কিশোরী। আত্মীয়রা গিয়ে দেখেন, মেঝেতে পড়ে রেয়েছে নাবালিকার মৃতদেহ। পোশাক উল্টো করে পরানো। মৃতের পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। মৃত কিশোরীর আত্মীয় বলেন, অভাবের জ্বালায় পাঠিয়েছিলাম।
যদিও অভিযুক্ত পরিবারের দাবি, আত্মঘাতী হয়েছে কিশোরী। গৃহকর্তার দিদির দাবি, সব অভিযোগ মিথ্যে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিশোরী। তাঁর আরও দাবি, বাড়ি থেকে ফেরার পর থেকেই অন্যমনস্ক ছিল।
মঙ্গলবার রাতেই থানায় ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। কিন্তু ফেরার অভিযুক্ত। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, আত্মঘাতী হয়েছে কিশোরী। কিন্তু পরিবার অভিযোগের ভিত্তিতেই রুজু হয়েছে মামলা। খতিয়ে দেখা হচ্ছে, কেন আত্মঘাতী হল ওই কিশোরী।
নাবালিকাকে পরিচারিকাকে ‘ধর্ষণ করে খুন’, পলাতক গৃহকর্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2017 09:15 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -