চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: লরির সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হল বাইকের। মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল দক্ষিণ দিনাজপুর। বংশীহারী থানার দৌলতপুরে রবিবারের দুর্ঘটনায় প্রাণ যায় এক বাইক আরোহীর। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। 


জানা গিয়েছে, এই ঘটনায় একজন আরোহী আহত হয়েছেন। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ সুত্রে দেখা গিয়েছে ওই মৃত ব্যক্তির নাম অর্জুন বাস্কে। তাঁর বাড়ি পাথরঘাটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে ন'টা নাগাদ দুই বাইক আরোহী পাথরঘাটা থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। সেই সময় মালদার বালুরঘাটে পাথর বোঝাই লরি সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু একজনের। 


এরপর স্থানীয় বাসিন্দারা আহত একজনকে তড়িঘড়ি রশিদ পুরুষ হাসপাতালে নিয়ে আসে আহতদের। শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলে আহতদের সেখান থেকে মালদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার জেরে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। মালদার বালুরঘাটে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। 


ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস। তিনি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা পুলিশের নাকা চেকিং চলার সময়ে এই দুর্ঘটনা বলে অভিযোগ। বাইট সুমিত বিশ্বাস এলাকার বাসিন্দা। 


কিছুদিন আগে জাতীয় সড়কে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জন বাইক আরোহীর। কাকদ্বীপ পোলট্রি মোড়ের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে ভয়াবহ বাইক দুর্ঘটনাটি ঘটে। 


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে বলে খবর। এলাকার মানুষ জানান যে রাস্তার ধারে একটি বাইক সমেত দুজনকে রাস্তার উপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় মানুষরাই হারউড পয়েন্ট কোস্টাল থানায় খবর দেন। পাশাপাশি দুইজনকেই উদ্ধার করে তড়িঘড়ি কাকদ্বীপ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা ওই দুই বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায় এই দুই বাইক আরোহী বনদফতরের এর কর্মী।