আইনি জটিলতার মধ্যেই সোমবার প্রকাশিত হল এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল।
পরীক্ষা হয়েছিল ২৭ নভেম্বর। পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থী।
এসএসসি সূত্রে খবর, সব পরীক্ষার্থীদেরই নামের তালিকা তিনটি ধাপে জানা যাচ্ছে সংস্থার ওয়েবসাইট। তিনটি তালিকা হল, কল ফর ভেরিফিকেশন, নট কল ফর ভেরিফিকেশন এবং রিজেক্টেড। কল ফর ভেরিফিকেশন’ তালিকায় নাম থাকা প্রার্থীদের প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার পরেও পদ শূন্য থাকলে ডাকা হবে ‘নট কল ফর ভেরিফিকেশন’ তালিকায় নাম থাকা প্রার্থীদের। রিজেক্টেড তালিকার প্রার্থীরা ডাক পাবেন না।
ফল জানার জন্য westbengalssc.com-এ ঢুকে দিতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ।
কিন্তু প্রশ্ন উঠছে, আইনি জটের মধ্যেই কেন এই ফল প্রকাশ?
এসএসসি-র ব্যাখ্য, এটা লিখিত পরীক্ষার ফল প্রকাশ মাত্র। নিয়োগ প্রক্রিয়া হবে আদালতের নির্দেশ মেনেই।
ইতিমধ্যে ৪৩ হাজার শূন্যপদে নিয়োগ হয়ে গিয়েছে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে। তারপরই প্রশ্ন ওঠে, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল কবে প্রকাশিত হবে?
কিন্তু নানা আইনি জটিলতায় আটকে নিয়োগ।
এই প্রেক্ষিতে গত ২ তারিখ প্রকাশিত হয় উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল। এদিন প্রকাশিত হল নবম-দশমের ফল।