কলকাতা: তৃণমূলে এখন চলছে মানভঞ্জনের পালা। ফের শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ দিলীপ ঘোষের। জঞ্জাল সরিয়ে একুশের নির্বাচনে বাংলায় প্রতিষ্ঠা হবে সুশাসন, বার্তা বিজেপি রাজ্য সভাপতির।


একুশের নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমরা প্রস্তুত, বাকিরা ঘর সামলাতে ব্যস্ত। মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। রবিবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্রাতর্ভ্রমণে যান দিলীপ ঘোষ। এদিন বিজেপির বরানগর মণ্ডল আয়োজিত চা-চক্রেও যোগ দেন তিনি।


ডানলপ মোড় থেকে ঘোড়ার গাড়িতে চড়ে টবিন রোডের ওই চায়ের আসরে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি। ফের একবার তৃণমূলকে আক্রমণ করে বলেন, সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে এই রাজ্য। বিভিন্ন জায়গা থেকে আল-কায়দা জঙ্গি সন্দেহে গ্রেফতারি চলছে। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করলেও বিজেপি ভয় পায় না।