উত্তর ২৪ পরগনায় অব্যাহত জ্বরের প্রকোপ, মৃত আরও ২, পশ্চিম মেদিনীপুরেও ডেঙ্গি-আতঙ্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Nov 2017 07:47 PM (IST)
উত্তর ২৪ পরগনায় অব্যাহত জ্বরের প্রকোপ। মৃত আরও ২। পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও ডেঙ্গির আতঙ্ক। দিকে দিকে ডেঙ্গি ও জ্বরের প্রকোপ। অব্যাহত মৃত্যুও। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় ফের জ্বরে মৃত্যু যুবকের। মৃতের নাম, আলাউদ্দিন বৈদ্য। বরানগরে মৃত্যু সুনীতা বসাক নামে পঞ্চম শ্রেণির ছাত্রীর। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল ওই স্কুলছাত্রী। শনিবার তাকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিবার তাকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় স্কুলছাত্রীর। বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন দেগঙ্গার সর্দারআটি চাঁদপুরের বাসিন্দা আলাউদ্দিন বৈদ্যও। অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে হাড়োয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বারাসত হাসপাতালে স্থানান্তরিত করার সময় গাড়িতে মৃত্যু হয় যুবকের। উত্তর ২৪ পরগনায় যখন জ্বরে মৃত্যু অব্যাহত, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তখন ডেঙ্গির প্রকোপ। ডেঙ্গিতে আক্রান্ত রানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান। হাসপাতালে ভৰ্তি করা হয়েছে তাঁকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দাসপুরের বেশ কিছু গ্রামে ডেঙ্গি ও জ্বরে আক্রান্ত বহু মানুষ। সবমিলিয়ে অব্যাহত ডেঙ্গি ও জ্বরের প্রকোপ।