স্কুলে না আসায় বেধড়ক মার, কান থেকে রক্তক্ষরণ দশম শ্রেণীর পড়ুয়ার, গ্রেফতার শিক্ষক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2017 11:45 AM (IST)
NEXT
PREV
রানাঘাট: ক্লাসে গরহাজির থাকায় নদিয়ার রানাঘাটে দশম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মারধরের জেরে কান থেকে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি ওই পড়ুয়া। পরিবারের দাবি, রানাঘাট নাসরা বয়েজ হাইস্কুলের ওই পড়ুয়া দীর্ঘদিন ধরেই অসুস্থ। মাসখানেক ধরে স্কুলে যেতে পারেনি সে। এই অবস্থায় গতকাল স্কুলে ক্লাস টেস্ট দিতে যায় ওই ছাত্র। অভিযোগ, স্কুল কামাই করার কারণ দেখিয়ে পরীক্ষায় বসতে বাধা দেওয়া হয় ওই ছাত্রকে। কান ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বের করে তার গালে সপাটে চড় কষান প্রধান শিক্ষক। ছাত্রের কান থেকে রক্তক্ষরণ শুরু হলে, তাকে স্কুল কর্তৃপক্ষ স্থানীয় হাতুড়ের কাছে নিয়ে যায়। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ, এরপর ছাত্রের বাবাকে ডেকে পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন প্রধান শিক্ষক। বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়ায় ওই পড়ুয়াকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতাল ও পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রানাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এনিয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। অভিযুক্ত শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -